রনি আহমেদ, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুর্শেদ আলম (৩৬) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুভর্তি দুইটি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুইটি ট্রলি জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুর্শেদ আলমকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।