Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জ টাঙ্গুয়া হাওরে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জ টাঙ্গুয়া হাওরে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন

 

সুনামগঞ্জ প্রতিনিধি,

“প্লাস্টিক দূষণ বন্ধ করি,পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি”-এই স্লোগান নিয়ে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।

 

বুধবার দুপুরে টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

এর আগে হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে স্থানীয় সর্বশ্রণীপেশার মানুষকে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

 

তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত কার্যক্রম বাস্তবায়নে রয়েছে সিলেট বন বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, সিলেট বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন এসময় উপস্থিত ছিলেন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গুয়া হাওরপাড়ের বাসিন্দা প্রকৃতিপ্রেমী সাংবাদিক আহম্মদ কবির বলেন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলাভূমি জলচর পরিযায়ী পাখির অভয়াশ্রম এ হাওরে এমন অভিযান প্রশংসনীয়। স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটনপ্রেমীদের জীববৈচিত্র্য রক্ষায় সদয় হওয়ার আহবান জানিয়েছেন পেশাদার-উর্বর এই প্রকৃতিপ্রেমী সাংবাদিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments