Tuesday, March 11, 2025
Homeরাজনীতিবিএনপি১৭ বছর পর দেশে ফিরলেন লন্ডন বিএনপি নেতা শরফু, শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা

১৭ বছর পর দেশে ফিরলেন লন্ডন বিএনপি নেতা শরফু, শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে লন্ডন বিএনপি’র সাবেক ক্রীড়া সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্ট এর কো-অর্ডিনেটর ও সাবেক শ্রীমঙ্গল কলেজ ছাত্রদল নেতা সরফরাজ আহমেদ শরফুকে শ্রীমঙ্গলে এক বিশাল গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেল ৩ টায় শহরের রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীমঙ্গলের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

 

এতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন উজ্জ্বল,

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল,স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম জাহান,কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, সদস্য শেখ জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া,সম্পাদক আকিদুর রহমান সোহান,সহ-সভাপতি সাইফুর রহমান শিপু,ইয়াছিন আরাফাত রবিন,মোবারক হাসান লোপ্পা,সামি মাহমুদ চৌধুরী,মকবুল হোসেন হোসেন রিপন,আতিকুর রহমান মারুফ,সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা,পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লিটন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম,সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ,সদস্য সচিব সোহান আহমেদ জয়নাল,কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ,বেলাল আহমেদ, মোশাররফ হোসেন রাজ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভায় বক্তাগণ বলেন,দীর্ঘ ১৭ বছর সরফু লন্ডনে অবস্হান করে সেখানে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী সকল কর্মসূচী পালনে অগ্রনী ভূমিকা পালন করে। সেখানে কর্মসূচী পালন করায় গোয়েন্দা সংস্থার লোকজন তার মাকে ধরে নিয়ে গিয়েছিল। তার বাড়ীতে হামলা করা হয়েছিল। করোনা মহামারীর সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষ থেকে মানুষের সহযোগিতায় সরফু পিপি ও ত্রাণ বিতরণ করেছিল। সরফুর এ সহযোগিতা এ এলাকার মানুষ কোন দিন ভুলবেনা।

 

এ সময় সরফু তার বক্তব্যে বলেন,দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকায় তার পিতার জানাজায় শরীক হতে পারেন নাই। তিনি বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সবাই সকল গ্রুপিং ভুলে আগামী নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে যিনি ধানের শীষ প্রতিক নিয়ে আসবেন তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। বিগত ৩০ বছর এ আসনে আব্দুস শহীদ আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়ে কোন কাজ করেন নাই। শুধু লুটপাট করেছেন। এখন তিনি জেলে রয়েছেন। এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার প্রতি আহবান রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments