স্পোর্টস ডেস্ক,
চ্যাম্পিয়নস ট্রফির দলে কোনো অদলবদলের সুযোগ আজই শেষ, আজকের পর চ্যাম্পিয়নস ট্রফির যে দল ঘোষিত থাকবে সেটিই চূড়ান্ত। এর মধ্যে আজ খবর ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন দলে না থাকা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে চার পেসার তো আছেনই, আরও দুই পেসারকে নিয়ে যাওয়ার কারণ কী? এ নিয়ে অনেক জল্পনা-কল্পনাই হয়েছে। তবে বিসিবির দিক থেকে যা জানা যাচ্ছে, তা হলো, শুধু দুবাইয়ে দলের অনুশীলনের সুবিধার্থেই দুই পেসারকে নিয়ে যাওয়া হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরু হওয়ার আগেই আবার দুবাই থেকে চলে আসবেন তাঁরা।
শুধু এ দুজনই নয়, চ্যাম্পিয়নস ট্রফির দলের বাইরে থাকা বাঁহাতি পেসার শরীফুল ইসলামকেও দুবাইয়ে অনুশীলনের সময়ে দলের সঙ্গে নেওয়ার কথা ছিল বলে শোনা গেছে। তবে ব্যক্তিগত কারণে যাননি শরীফুল।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন, শুধু অনুশীলনের সুবিধার জন্যই দলের সঙ্গে যাচ্ছেন হাসান ও খালেদ। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলেই ফিরে আসবেন দুজন।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন চার পেসার – তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
আয়োজক পাকিস্তানের পাশাপাশি দুবাইয়ে কিছু ম্যাচ রেখে ‘হাইব্রিড মডেলে’ হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি – দুবাইয়ে ভারতের বিপক্ষে। সে ম্যাচের আগে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পর বাংলাদেশ দল যাবে পাকিস্তানে, সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলার পর গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল,
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।