ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে ‘অপারেশন ডেভিল হান্টে’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০/০২/২৫ ইংরেজি রোজ রবিবার রাতে অভিযান চালিয়ে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
গ্রেফতারকৃত জানে আলম ছাতকের ইসলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি। সে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে এবং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বুলবুল আহমদের ভাই।
গ্রেফতারকৃত জানে আলম বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনেক নিরপরাধ মানুষকে হয়রানি করেছে বলে অনেক অভিযোগ রয়েছে।
স্বঘোষিত কবি বহুরুপী জানে আলম নিজেকে কখনো সাংবাদিক পরিচয় দিতে ও দেখা যায়। কোন পত্রিকার সাথে যুক্ত না হলেও অনলাইন প্রেসক্লাবের সদস্য ও মফস্বল সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক পরিচয় দেয়।
এনিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাতকে ৩ জনকে গ্রেফতার করলো। রবিবার রাত থেকে ছাতকেএ অভিযান শুরু হয়েছে।