Tuesday, April 1, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগশ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক,

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নামে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 

রোববার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নাম পরিবর্তনের দাবীতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন ও কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিককে পৃথক স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা। এসময় তারা ৭২ ঘন্টার সময় বেঁধে দেয় তারা।

 

ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম বলেন, আব্দুস শহীদ পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের একজন দুর্নীতিবাজ নেতা ছিলেন। ভোট ডাকাতিসহ তার বিরুদ্ধে লাউয়াছড়া বনের ভুমি দখলের অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কোন কলেজের নামকরণ সাধারণ ছাত্র-ছাত্রীরা মেনে নিতে পারে না। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জন সাধারনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই আমরা কলেজের নাম পরিবর্তন করে এলাকার নামানুসারে ‘মতিগঞ্জ কলেজ নামকরনে দাবী জানাচ্ছি। এর মধ্যে যেন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে কলেজের নাম পরিবর্তনের কাজ শুরু করা হয়। কলেজ কর্তৃপক্ষ যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

 

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গেছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আগামীকাল (মঙ্গলবার) কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments