নিজস্ব প্রতিনিধি,
রাজধানীর শাহবাগে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ৪ জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান থেকে পানি ছেটানো ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়।
সোমবার দুপুরে এ পরিস্থিতি তৈরি হয়। পরে বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতরা হলেন, রিয়াজ উদ্দিন (৪২), তানজিলা আক্তার (২৩), সিমা আক্তার (২৩) ও নাজমুন নাহার কনা (২৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বলেন, ‘শাহবাগ থেকে শিক্ষক ও শিক্ষার্থীসহ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। আহতদের সবাই শঙ্কামুক্ত। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।’
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়ার রায়ের প্রতিবাদে দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে এক দফা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। কিছুক্ষণ পর তারা আবারও সড়কে বসে পড়েন। এ সময় আবারও কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী।