সিলেট প্রতিনিধি,
সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অয়ন দাশ (২৭) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
গ্রেপ্তার হওয়া অয়ন দাশ সিলেট নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের বিমল কান্তি দাসের ছেলে।