বিশেষ প্রতিবেদন,
ভালেন্টাইন সপ্তাহের সবচেয়ে দুরুদুরু দিন প্রপোজ ডে এসে গেছে! আজকের দিনে হাজারো প্রেমিক-প্রেমিকা তাদের মনের কথা প্রকাশ করতে মরিয়া। কিন্তু কীভাবে করবেন প্রপোজ? সরাসরি বলে দেবেন, নাকি একটু নাটকীয় কিছু করবেন? চিন্তা নেই, আমরা নিয়ে এসেছি কিছু “প্রপোজিং টিপস”, যাতে “হ্যাঁ” পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়!
১. ক্লাসিক হাঁটু গেড়ে প্রপোজ,
রোমান্টিকতা পছন্দ করেন? তাহলে হাঁটু গেড়ে হাতে একটা গোলাপ নিয়ে সরাসরি বলুন— “তোমার জন্যই অপেক্ষা করছিলাম!” ইতিহাস বলে, এই পদ্ধতিতে প্রেমের সফলতা অনেক বেশি (ব্যতিক্রম বাদে!)।
২. ফুডি প্রেমিক/প্রেমিকার জন্য ‘খাদ্যপ্রপোজ’
আপনার পছন্দের মানুষ যদি ভোজনরসিক হন, তাহলে একটা সুন্দর কেক বা প্রিয় খাবারের ওপর লিখে ফেলুন— “তুমি কি আমার Valentine হবে?” খাওয়ার সময় না বলতে পারবে? একদমই না!
৩. সৃজনশীল স্টাইল – ‘সারপ্রাইজ নোট’
আপনার ক্রাশ যদি বই পড়তে ভালোবাসে, তার প্রিয় বইয়ের ভেতরে একটি চিঠি রেখে দিন। লিখুন— “তুমি কি জানো, আমার গল্পের প্রধান চরিত্র তুমি?” এমন কিউট লাইন পেলে তো না বলার উপায় নেই!
৪. বন্ধুত্ব থেকে প্রেম? ধীরে এগোন!
আপনার বন্ধু যদি ক্রাশ হয়ে থাকে, তাহলে সরাসরি ‘প্রপোজ’ না করে আগে বলুন— “আমি তোমাকে একটু অন্যভাবে দেখি, তুমি কেমন অনুভব করো?” এতে সম্পর্কের স্বাভাবিকতা বজায় থাকে।
৫. সোশ্যাল মিডিয়ায় প্রপোজ—হ্যাঁ, নাকি না?
আপনি কি খুব সাহসী? তাহলে ইনবক্স নয়, বরং একটা পাবলিক পোস্ট করে সরাসরি তার নাম মেনশন করে দিন! তবে সাবধান—ফেল হলে পাবলিক ইমব্যারাসমেন্টও ফ্রি পাবেন!
প্রপোজ করার আগে করণীয়:
১. তার মুড ভালো আছে কিনা দেখে নিন।
২. আত্মবিশ্বাস ধরে রাখুন, বেশি নার্ভাস হলে কথা আটকে যেতে পারে।
৩. প্রত্যাখ্যানের জন্যও মানসিকভাবে প্রস্তুত থাকুন (জীবন থেমে থাকবে না)।
৪. যদি “না” বলে, তবে দুঃখ পাবেন, তবে জোরাজুরি করবেন না!
ভালোবাসা প্রকাশ করতেই হবে, তবে সেটা হতে হবে শ্রদ্ধাশীল ও আন্তরিক। আপনার বিশেষ মানুষটিকে আজ প্রপোজ করতে চান? তাহলে সাহস নিন, কারণ “না” শুনলে আফসোস কম, কিন্তু বলার সুযোগ না নিলে আফসোস সারাজীবনের!”