Friday, April 4, 2025
Homeবিনোদনঅভিযোগ জানাতে গিয়ে আটক হলেন প্রিয়াঙ্কা!

অভিযোগ জানাতে গিয়ে আটক হলেন প্রিয়াঙ্কা!

 

 

বিনোদন প্রতিবেদক :

কলকাতায় মুক্তি পাচ্ছে সারভাইভাল থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘চিচিং ফাঁক’। আরব্য লোককথার গল্প আলিবাবার আবহে এটি নির্মাণ করছেন অরিজিৎ সরকার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবিটির কাস্টিংয়ে নাকি প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই নাম বসিয়ে দেন পরিচালক! এমন খবর সংবাদপত্র থেকে চোখে পড়ে নায়িকার। এটা দেখেই পরিচালকের অফিসে গুরুতর অভিযোগ জানাতে ছুটে যান প্রিয়াঙ্কা। এরপরই ঘটে মহাবিপত্তি!

 

অভিযোগ জানাতে যাবে, এমন সময়ে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। অর্থাৎ, ‘আটক’ করা হয়েছে তাকে! এরপর পরিচালকের ওপর চড়াও হন অভিনেত্রী। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা’র এমন ভিডিও দেখে শুরুতে চিন্তায় পড়ে যায় ভক্তরা। তবে ভিডিওর শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। আসলে, প্রিয়াঙ্কার নতুন ছবি ‘চিচিং ফাঁক’ এর প্রচার কৌশল মাত্র।

 

এই ছবিটির গল্প অনুযায়ী, একটি ছেলে ও মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজেদের মতো করে বাঁচার জন্যেই তারা বাড়ি ছাড়ে। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর! কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবা’র সেই কাহিনির সঙ্গে ছবির গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক।

 

অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments