নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অফিসের পর্যবেক্ষণে এ তাপমাত্রা পাওয়া যায়। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট খুব বেশি ছিল না।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে রাতের বেলা বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। চা বাগান এলাকায় রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরে কাজের সন্ধানে ঘর থেকে বের হচ্ছেন তারা।