সিলেট প্রতিনিধি,
সিলেটে দুই আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক)-এর বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও মো. ওহাব মিয়া (২৩) নামে তিন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
একই দিন দুপুরে সিলেটের বন্দরবাজারস্থ হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করে ডিবি পুলিশ। এ অভিযানে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- হোটেল মহানগরের ম্যানেজার, সিলেট মহানগরের কুশিঘাটের সিরাজুল ইসলাম (৬০), শহরতলির লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন (৫০), গোয়াইনঘাট উপজেলার কাপনারাই গ্রামের নিজাম উদ্দিন (৪৫) এবং আয়েশা বেগম ও ছালেহা বেগম।
এর আগের দিন (মঙ্গলবার) মহানগরের বন্দরবাজারস্থ তালহা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই দিন দুপুর ১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাসুম আহমদ (২৮) ও সোনিয়া আক্তার (২৬)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।