Thursday, March 20, 2025
Homeসিলেট বিভাগসিলেটওসমানীতে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

ওসমানীতে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট প্রতিনিধি,

 

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বার ও পিন্ডগুলো যাত্রীদের লাগেজে করে আনা ফ্যানের ভেতরে ছিলো।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রী আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) কে আটক করা হয়।

 

জানা যায়, বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এসময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করেন সংশ্লিষ্টরা।

 

তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments