Tuesday, March 18, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হল শেখ মুজিবের ভাঙা ম্যুরাল

সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হল শেখ মুজিবের ভাঙা ম্যুরাল

সিলেট প্রতিনিধি,

 

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে এসে বুলডোজার দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।

 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।

 

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।

 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মুর‌্যালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিলো। তবে ম্যুরালটি অপসারণের জন্য একটি গোষ্ঠি দাবি জানিয়ে আসছিলো। তাওহিদী জনতার ব্যানারে তারা ম্যুরালটি অপসারণে বিক্ষোভও করেন এবং প্রশাসনকে সময়সীমা বেঁধে দেন।

এই সময়সীমা শেষ হওয়ার আগের রাতে, গত ৩০ জানুয়ারি মুর‌্যালটির কিছু অংশ ভেঙে ফেলা হয়। যদিও প্রশাসন বলছে, মুর‌্যালটি কে বা কারা ভেঙেছে তা তাদের জানা নেই। এ অবস্থায় বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments