Monday, March 17, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেট-তামাবিল সড়ক অবরোধ স্থগিত।

সিলেট-তামাবিল সড়ক অবরোধ স্থগিত।

সিলেট প্রতিনিধি,

 

সাহাবি রা. ও শায়েখ আব্দুল্লাহ (রাহ.) হরিপুরিসহ মরহুম আলেমদের নিয়ে কটূক্তিকারীদের ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট-তামাবিল সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছিলেন জৈন্তাপুর উপজেলার আলেম ও তাওহিদি-জনতা।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অনুরোধে তারা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবরোধ স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে কটূক্তিকারীরা ক্ষমা না চাইলে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আলেম-সমাজের নেতৃবৃন্দ।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

 

বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ।

 

একজন সাহাবি (রা.) ও স্থানীয় বরেণ্য আলেম শায়খ আব্দুল্লাহ হরিপুরি (রহ.)-সহ মরহুম আলেমদের নিয়ে কটূক্তির জেরে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়। ফলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠে। এ অবস্থায় সোমবার (৩ ফেব্রুয়ারি) বৃহত্তর জৈন্তার তাওহিদি-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেটের খাবার ও রেস্তোরাঁ

 

সমাবেশ থেকে কটূক্তিকারীদের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন জৈন্তার আলেম-সমাজ ও তাওহিদি জনতা। এর মধ্যে কটূক্তিকারীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহস্পতিবার সিলেট-তামাবিল সড়ক অবরোধের ডাক দেন তারা।

 

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর মাদরাসায় বৃহত্তর জৈন্তার শীর্ষ আলেম ও ১৭ পরগনার মুরুব্বিদের নিয়ে বৈঠকে বসেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তাঁর অনুরোধে আলেমরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবরোধ স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে কটূক্তিকারীরা ক্ষমা না চাইলে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আলেম-সমাজের নেতৃবৃন্দ।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর মতাদর্শী স্থানীয় এক বক্তা সম্প্রতি একজন সাহাবি (রা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। জৈন্তার আলেমরা এর প্রতিবাদ করায় ওই আলেমের অনুসারীরা ফেসবুকে কটূক্তি করতে থাকেন।

 

বিশেষ করে কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর এলাকার জামাল হুসাইন ও তার সহযোগীরা ফেসবুকে প্রতিবাদকারী আলেম ও বৃহত্তর সিলেটে তাদের বরেণ্য অনুসারীদের নিয়েও কটূক্তি করেছেন। মূলত এর প্রতিবাদেই বৃহত্তর জৈন্তার তৌহিদি জনতা ও আলেমসমাজ বিক্ষুব্ধ। বার বার অভিযুক্তদের ক্ষমা চাওয়ার জন্য বলা হলেও তারা ক্ষমা চাননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments