Saturday, March 15, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগদোয়ারাবাজারে যুবলীগ নেতার পিতার মৃত্যু দুই দিনের জন্য জামিনে মুক্তি

দোয়ারাবাজারে যুবলীগ নেতার পিতার মৃত্যু দুই দিনের জন্য জামিনে মুক্তি

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পিতার জানাযায় অংশ গ্রহন করার জন্য দুই দিনের জন্য জামিনে মুক্তি পেলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জানাযা শেষে নিজ গ্রাম সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও পঞ্চায়েতী কবরস্থানে তার পিতা মরহুম ছবদিল আলমকে সমাহিত করা হয়। সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম ছবদিল আলম এলাকার একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও দোয়ারাবাজারে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

বিশেষ বিবেচনায় দুইদিনের জন্য মুক্তি দিয়ে তাকে তার পিতার জানাযায় শরিক হওয়ার সুযোগ প্রদান করায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান মরহুমের শোকাহত পরিবারবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments