বিনোদন ডেস্ক,
শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। মাসব্যাপী বই নিয়ে এ আয়োজনের জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে।
এবারের মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন বসানো হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
বইমেলায় গিয়ে অনেককে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করতেও দেখা গিয়েছে। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।
বইমেলার নানা ইস্যু নিয়ে এবার পরীমণি তার ফেসবুকে এক স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এদেশের…।
এদিকে, পরীর এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে। অনেকেই তাকে সাহসী বলে প্রশংসা করছেন। আবার অনেকেই সমালোচনাও করছেন।
প্রসঙ্গত, এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই আছে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে আছে ১টি।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।