Tuesday, March 11, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জবানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ইউএনও

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ইউএনও

 

 

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি:

নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী, বানিয়াচংয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা হলরোমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা বেগম সাথী।

 

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মো: মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন আলহাদী সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা আছেন বলেই সমাজের নানান অসঙ্গতি ও অনিয়মের কথা আমরা জানতে পারি। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির চিত্র এবং পজিটিভ চিত্রও দেখতে পাই।

 

আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশ্বের মধ্যে আমাদের দেশের শক্ত অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া সম্ভব নয়। এবং বানিয়াচং উপজেলাকে একটি সুন্দর স্মার্ট বানিয়াচং হিসাবে গড়ে তুলতে হবে। সুন্দর স্মার্ট বানিয়াচং হিসাবে গড়ে তুল হলে সাংবাদিকরে সহযোগিতা করার আহবান জানান।

 

উলেখ্য যে গত ১৪ জানুয়ারী ২০২৫ ইং ইউএনও মাহমুদা বেগম সাথী বানিয়াচং উপজেলায় যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments