Monday, March 10, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস- ২০২৫ উদযাপন 

কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস- ২০২৫ উদযাপন 

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

 

“খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হীড বাংলাদেশ এই আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্র শেষে হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার সুব্রত কাম্পু এর সভাপতিত্বে ও হীড বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা সোহেল সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. তাজ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর প্রাণী সম্পদ কর্মকর্তা বর্মেন্দ্র সিনহা, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

বক্তরা বলেন, জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা। নিরাপদ খাদ্য গ্রহণে সকলকে যার যার অবস্থান থেকে সচেতন থাকা ও অন্যদের সচেতন থাকারও আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments