Tuesday, March 11, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমার নজর কাড়ছে দর্শনার্থীদের

শ্রীমঙ্গলে ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমার নজর কাড়ছে দর্শনার্থীদের

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গোসাই বাড়ি রোডে লালবাগ যুব কিশোর সংঘের ২৫তম আয়োজনে ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমত সাড়া ফেলেছেন উদয় পাল ও গৌর পাল।

একটি একটি করে ধান গেঁথে ২১ ফুট উচ্চতার এ ধানের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে ৩০ দিন।এতে প্রয়োজন হয়েছে ৫০ কেজি ধান।

ধান দিয়ে তৈরি প্রতিমা দেখতে ভিড় করছেন ভক্ত ও উৎসুক জনতা। তারা বলছেন, ধান দিয়ে তৈরি প্রতিমা আগে কখনও দেখেননি। তাদের দাবি এটিই হয়তো প্রথম ধানের তৈরি প্রতিমা।

প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রতিমাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং আমাদের প্রশংসা করছেন। মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।

 

লালবাগ যুব সংঘের সাধারণ সম্পাদক কৌশিক দত্ত জানান, সবাই তো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি। আশা করছি, ধান দিয়ে সরস্বতীর প্রতিমা সবার নজর কাড়বে।

 

দর্শনার্থীরা সমীরন ধর বলছেন, সোনালি রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো। দেখতেও লাগছে অপরূপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments