Saturday, March 15, 2025
Homeসিলেট বিভাগসিলেটআলেমকে নিয়ে কটূক্তি: সিলেটে বি*ক্ষো*ভ-সড়ক অবরোধ

আলেমকে নিয়ে কটূক্তি: সিলেটে বি*ক্ষো*ভ-সড়ক অবরোধ

 

সিলেট ব্যুরো,

 

সিলেটের জৈন্তাপুরের এক আলেম ও তার ছেলেকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় আলেম-উলামাসহ এলাকার লোকজন। জামাল হোসেন নামে জামায়াতের রাজনীতির সাথে জড়িত এক ব্যক্তি ওই পোস্ট করার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় শতাধিক মানুষ বিক্ষোভ করেন। রাত সাড়ে বারোটার দিকে সমাবেশ শেষে সড়ক থেকে চলে যান বিক্ষোভকারীরা। এসময় প্রায় এক ঘণ্টা সিলেট-আবাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

 

জানা গেছে, বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা ও জামায়াতের জামাল আহমদ নামের এক ব্যক্তি তার ফেসবুকে জৈন্তাপুর উপজেলার হরিপুরের প্রখ্যাত আলেম মরহুম আল্লামা শেখ আব্দুল্লাহ (হরিপুরী) ও তার ছেলে মাওলানা হেলালকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। তিনি স্ট্যাটাসে বলেন, ‘গতকাল ঘটে গেল কানাইঘাটের মাটিতে এক বিশাল গীবত মাহফিল। তাতে… ছেলে অসভ্য…আমার শ্বশুর আব্বাকে নিয়ে ভুল তথ্য দিয়ে কটূক্তি করে…আরেকজন শিক মৌলভির ছেলে… এমপির স্বপ্ন দেখে টালমাটাল।’

 

স্ট্যাটাসটি ভাইরাল হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হরিপুর বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন এলাকার আলেমসহ ছাত্র জনতা। তারা ওই সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন। জামাল প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments