Saturday, March 15, 2025
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাটে প্রাশন্ড পিতা দুধের শিশু সন্তানকে নিয়ে ৪ দিন ধরে উদাও, মায়ের...

কানাইঘাটে প্রাশন্ড পিতা দুধের শিশু সন্তানকে নিয়ে ৪ দিন ধরে উদাও, মায়ের আহাজারী

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে এক প্রাসন্ড স্বামী শুশুর বাড়ী থেকে কৌশলে ৫মাসের দুধের শিশু পুত্রকে কৌশলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখার ৪ দিন পেরিয়ে যাওয়ার পরও দুধের শিশুকে ফিরে না পেয়ে যেন কান্ন থামছেনা মায়ের। থানা অভিযোগ দেওয়ার পরও পুত্র শিশু সন্তানকে ফিরে না পেয়ে সিলেটের উর্ধ্বতন আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন দরিদ্র পরিবারের সদস্যরা।

অভিযোগে জানা যায় উপজেলার লক্ষিপ্রসাদ পশ্চিম ইউ/পির নয়াখেল গ্রামের দরিদ্র ফয়জুল হকের মেয়ে হোসনেয়ারা বেগম (২০) এর অনুমান ২ বৎসর পূর্বে বিয়ে হয় দিঘীরপার ইউ/পির মাঝরগ্রামের জহির উদ্দীনের পুত্র মোহাম্মদ হোসেন খকনের সাথে। প্রায়ই যৌতুক ও পারিবারিক কলহের কারণে স্বামী মোহাম্মদ হোসেন স্ত্রীকে মারধর করতো।

গত ১০ জানুয়ারী যৌতুকের জন্য স্বামী মোহাম্মদ সে তার স্ত্রী হোসনেয়ারাকে ব্যাপক মারপিট করে। খবর পেয়ে ১১ জানুয়ারী মেয়ে হোসনেয়ারাকে তার পিতা ফয়জুল হক স্বামীর বাড়ী থেকে ৬ মাসের শিশু ছেলে সহ নিয়ে আসেন। ২৬ জানুয়ারী স্ত্রী হোসনেয়ারাকে আর মারধর করবেনা বলে স্বামী মোহাম্মদ তার পিতা,মাতা ও বোনকে নিয়ে শশুর বাড়ীতে আসে।

একপর্যায়ে বিকেল সাড়ে ৫ টার দিকে মোহাম্মদ তার শিশু ছেলেকে স্ত্রীর কাছ থেকে আদর করার কথা বলে কৌশলে শশুর বাড়ীতে থেকে সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ইউ/পি চেয়ারম্যানকে হোসনেয়ারার পিতা অবহিত করলে মোহাম্মদের বাবা-মা তাদের নাতীকে ছেলের কাছ থেকে মায়ের কাছে ফিরে দিবেন বলে জানালেও মোহাম্মদ তার দুধের শিশু ছেলেকে স্ত্রীর কোলে ফিরে দিবে বলেও বার বার আশ^স্থ করে দেয়নি।

শিশু সন্তানকে না পেয়ে ২৭ জানুয়ারী হোসনেয়ারা কানাইঘাট থানায় তার দুধের শিশুকে ফিরে পেতে স্বামী মোহাম্মদ ও তার মা তাহিরা বেগম,পিতা জহির উদ্দীনের বিরোদ্ধে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও মোহাম্মদ এর মা-বাবার সাথে যোগাযোগ করে শিশু বাচ্চাকে তার মায়ের কাছে ফিরে

দেওয়ার জন্য বললে তারা দিমু দিচ্ছি বলে সময় নেয়। কিন্তু শিশু বাচ্চাকে তাহার মায়ের কাছে ফিরিয়ে না দিয়ে গত ২ দিন থেকে মোহাম্মদ ও তার বাবা-মা ও পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ী থেকে পালিয়ে যায়। বর্তমানে বিয়ানীবাজার উপজেলার রামদা বাজারের পাশে ভাড়া টিয়া বাসা নিয়ে স্বামী মোহাম্মদ অবস্থান করছে বলে স্ত্রী হোসনেয়ারা বেগম জানিয়েছেন। দুধের শিশু বাচ্চাকে নিয়ে যাওয়ার পর থেকে প্রতিদিন একাধিক বার স্বামী মোহাম্মদ মোবাইল ফোনের মাধ্যমে সন্তানের কান্নাকাটির শব্দ শুনিয়ে মেরে ফেলার হুমকী দিচ্ছে বলে বার বার কান্না জড়িত কন্ঠে হোসনেয়ানা জানান।

সুস্থ্য অবস্থায় সন্তানকে উদ্ধার করতে সিলেটের আইন শৃংখলা বাহিনী ও থানা পুলিশের সহযোগীতা কামনা করেছেন তারা। হোসনেয়ারার দরিদ্র পিতা ফয়জুল হক ও তার মা বার বার কান্নাকাটি করে বলেন আমাদের দুধের নাতীকে চুরি করে আমাদের বাড়ী থেকে নিয়ে গেছে মেয়ের জামাই মোহাম্মদ। কিন্তু আমরা নাতীকে ফিরে পেতে থানায় ও বিভিন্ন জায়গায় গিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা।

শিশু ছেলের জন্য মেয়ে হোসনেয়ারা পাগলের মতো কান্নাকাটি করছে। প্রাশন্ড পিতার কাছ থেকে দুধের শিশুকে উদ্ধার করা না হলে তাকে যে কোন সময় বাবা জানে মারতে পারে বলে নাতীকে উদ্ধার করার জন্য আইন শৃংখলা বাহিনীকে দ্রæত এগিয়ে আসার আহব্বাহন জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments