Wednesday, March 19, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে কাচ্চি ডাইনকে ১ লক্ষ টাকা জরিমানা

সিলেটে কাচ্চি ডাইনকে ১ লক্ষ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি,

 

স্বাস্থ্যসম্মতভাবে মাংস সংরক্ষণ না করা এবং খাবারে মসলারের ব্যবহারে বিধিমালা লঙ্ঘনের দায়ে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে কাচ্চি ডাইনের এই শাখাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

 

তিনি বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

 

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments