Thursday, March 20, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জবাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না: সুনামগঞ্জের ডিসি

বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না: সুনামগঞ্জের ডিসি

নিজস্ব প্রতিনিধি,

 

দিনব্যাপী কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার দিনভর কর্মসূচির শুরুতে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু কিশোর কর্ণার উদ্বোধন করেন। এরপর উপজেলার বৃহৎ বোরো ফসলী করচার হাওর, আঙ্গারুলী হাওর, হালির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।

 

বাঁধ পরিদর্শনের সময় কাজের গুণগতমান ও অগ্রগতির তদারকি করেন। বাঁধের যথাযথ কমপেকশন দ্রুত শেষ করার তাগিদ দেন ডিসি।

 

তিনি বলেন-বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন ডিসি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

এছাড়া উপজেলা সদর মুক্ত মঞ্চে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন এবং মেলার স্টল পরিদর্শন করেন। বিকালে উপজেলা নির্বাহী কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ক্যাম্প ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে ‍উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments