Friday, March 28, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে বাড়ীর সী*মানাকে কেন্দ্র করে সং*ঘ*র্ষে আহ*ত ৩

দোয়ারাবাজারে বাড়ীর সী*মানাকে কেন্দ্র করে সং*ঘ*র্ষে আহ*ত ৩

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

দোয়ারাবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলাবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাঁশতলা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র সমশের আলী ও মৃত মহব্বত গাজীর পুত্র সিরাজ গাজী ও মোস্তফা গাজীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জেরে ওইদিন সকালে সিরাজ গাজী ড্রেন কাটতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে আহত হন সমশের আলী (৫৫), তার স্ত্রী গোল নাহার (৪৫) ও মেয়ে মাহফুজা আক্তার (১৮)। আহত সমশের আলী ও গোল নাহার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চিকিৎসাধীন সমশের আলী বলেন, পনেরো বছর ধরে আমার রেকডিয় জমি দিয়ে ড্রেন করে পানি সেচ করে আসছি। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের জমিতে মাটি ফেলা হচ্ছে না বলে মঙ্গলবার সকালে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।

মোস্তফা গাজী বলেন, তারা অন্যায়ভাবে আমাদের জমি কেটে ড্রেন করে। আমাদের জমির মাটি তাদের অংশে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় মঙ্গলবার সকালে তারা আমাদের সংঘে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তারা দুইজন আহত হয়েছে।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, জমিজমার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের খোঁজখবর নিয়েছি। পুলিশ হাসপাতালে গিয়ে রোগীর অবস্থা দেখে এসেছে। আহত পক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments