পিন্টু দেবনাথ :
মৌলভীবাজারে কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুনামেন্ট ২০২৪ -২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ জানুয়ারি ভানুগাছ ঐতিহাসিক রেলওয়ে মাঠে মাস ব্যাপি এ টুর্নামেন্টে হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনি খেলায় ফ্রেন্ডস ক্লাব কমলগঞ্জ ১৫৬ রান সংগ্রহ করে। পক্ষান্তরে টেম্পরারী এলিভেন ৩১০ রান সংগ্রহ করে। ১৫৫ রানে টেম্পরারী এলিভেন মৌলভীবাজার জয়লাভ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলন।
মোতালেব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইল্যান্ড প্রবাসী কেয়াম উদ্দিন মজুমদার, যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম খান, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু, এস আই রনি তালুকদার, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলুসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা দিয়ে বরণ করেন খেলা পরিচালনা কমিটির মাসুম আহমেদ ও বাবুল হোসেন।
পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলকে মেডেল, খাসি, ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন অতিথিরা।
খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।