Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা

ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা

 

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজায় ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। টোল না দিয়ে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে জোর পুর্বক যেতে চাইলে তাদের বাধা দেন টোল আদায় কারী মোস্তাকিম আহমদ। এ সময় ছাত্র সমন্বয়করা আনসার সদস্য রাকিব ও টোল প্লাজার আব্দুল কুদ্দুছ সরকার নামের একজনের বাকবিতণ্ডে জড়ায়। এক পর্যায়ে টোল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা।

 

সোমবার সন্ধ্যার আগে ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় এ ঘটনা ঘটেছে। টোল ছাড়া কয়েকটি মোটরসাইকেল যাওয়া নিয়ে এঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন। পরে তাদের মধ্যের একজন ১০০ টাকা টোল দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন ছাত্র সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনা বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

 

আনসার সদস্য রাজিব জানিয়েছেন ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ জন লোক টোল ছাড়া ব্রিজ পার হতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। তারা দাবি করেছে ছাত্র সমন্বয়ক। পরে একজন ১০০ টাকা টোল দিয়েছে। টোল দেয়ার পর তারা হামলা ও ভাংচুর করেছে।ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

 

পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্রদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments