Wednesday, April 2, 2025
Homeশিক্ষাকানাইঘাটে স্টুডেন্ট সেফটি এডুকেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

কানাইঘাটে স্টুডেন্ট সেফটি এডুকেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

 

কানাইঘাট প্রতিনিধিঃ

 

শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক সংস্থা স্টুডেন্ট সেফটি এডুকেশনাল ট্রাস্ট এর ব্যবস্থাপনায় দ্বিতীয় মেধাবৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও সংর্বধনা অনুষ্ঠান গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় কানাইঘাট ইউনির্ভাসেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মুজাম্মিল আলী।

স্টুডেন্ট সেফটি এডুকেশনাল ট্রাস্ট এর চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে ও ইউনির্ভাসেল স্কুলের সহকারী শিক্ষিকা হাজিরা সুলতানা পপির পরিচালনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবক, সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহা রঞ্জন বর্ধন,সাংঘঠনিক সম্পাদক আজির উদ্দীন।

বক্তব্য রাখেন ইউনির্ভাসেল স্কুল পরিচালনা কমিঠির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক শাহীন আহমদ,সহকারী শিক্ষক মামুন রশিদ,অবিভাবক রায়হান উদ্দীন,সানজিদা আক্তার। অনুষ্ঠানের আর্থীক সহযোগীতা প্রদান করেন কানাডা প্রবাসী আহমেদ তানজিল।

অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সনদ তুলেদেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবীদ মুজাম্মিল আলী কোমলমতী শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগীতা মূলক বৃত্তি পরিক্ষার মাধ্যমে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক সংস্থা স্টুডেন্ট সেফটি এডুকেশনাল ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি কৃতঙ্গতা জানিয়ে এধরণের শিক্ষামূলক মহতি কার্যক্রম অব্যহত রাখার আহব্বান জানান। সেই সাথে তিনি কানাইঘাটের সার্বিক শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সামাজিক ও শিক্ষামূলক সংঘঠন গুলোকে এগিয়ে আসার আহব্বান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments