Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাকানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন

কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন

 

কানাইঘাট প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান ২৫ ইং গতকাল সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

এসময় তিনি বলেন শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে অনুশীলনের উপর গুরুত্ব দিতে হবে। সরকার শিক্ষার্থীদেরকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছে।

কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদেরকে আগামীদিনের ভালো মানুষ হওয়ার আহŸান জানান নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হোসেইন আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় দিন ব্যাপি বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাদিক ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি যেমন খুশি তেমন সাজের মাধ্যমে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।

প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন স্কুলের শিক্ষকবৃন্দ। বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দীন সহ-সম্পাদক মুমিন রশিদ,ক্রিড়ানুরাগী মাষ্টার জাহিদ হাসান রাহীন।

বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের তদারকি ও আয়োজনে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার মাহমুদ নির্ঝর,তরিকুল ইসলাম,মোঃ নাসির উদ্দীন,আব্দুল জব্বার,মোহাম্মদ আব্দুশ শুকুর,ফরহাদ হোসেন,জাহাঙ্গীর আলম,তানভীর আহমেদ,তালাল উদ্দীন, ক্রিড়া শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের স্কাউট দল ও স্টুডেন্ট প্রতিনিধিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments