Wednesday, April 2, 2025
Homeশিক্ষামুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত লিটলম্যাগ 'বাঁশতলা' আসছে বইমেলায়

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত লিটলম্যাগ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রচ্ছদে মোড়ানো বর্ধ্বিত কলেবর আসছে মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা। এবারের বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের গদ্য পদ্যের বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে নাগরী স্টলে।পত্রিকাটির সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী লেখক, গবেষক ও সাংবাদিক। সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল’ কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন এমএ (ইসলামিক স্ট্যাডিজ) পাস করেন।

 

কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়া। ছাত্র থাকাকালে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি একটি মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদক হিসেবে নিযুক্ত হন। সে থেকেই লেখনির জগতে তাঁর পদচারণা। ২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মফস্বল সাংবাদিকতায় মনোনিবেশ করেন। একই সময়ে সুরমা নিউজ বিডি ডটকম নামে প্রথম একটি অনলাইন পত্রিকা প্রতিষ্ঠা করেন। সাংবাদিকতায় সাহস আর পেশাদারিত্ব বজায় রেখে সুনাম কুড়িয়েছেন দুই যুগ ধরে।

 

এছাড়াও বিভিন্ন মেয়াদে কাজ করেছেন দৈনিক প্রভাত বেলা, দৈনিক উত্তরপূর্ব, দৈনিক আমাদের সময় দৈনিক, মানবজমিন, দি ডেইলি বাংলাদেশ টুডে, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, দৈনিক সুনামকণ্ঠ, দৈনিক সিলেট মিরর পত্রিকায়। তিনি একাধারে দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সমকালীন প্রসঙ্গে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদনা করেন জনপ্রিয় লিটলম্যাগ ‘বাঁশতলা’। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই কবির যাপনকাল। তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহ: একাত্তরের যুদ্ধবীর, প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক, ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা, কুড়ানো সুখ (কবিতাগ্রন্থ) স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments