Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে গরু নিয়ে বিজিবি সদস্যদের টানা হেচড়া

দোয়ারাবাজারে গরু নিয়ে বিজিবি সদস্যদের টানা হেচড়া

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে আটককৃত গরু নিয়ে স্থানীয় জনতার সাথে বিজিবি সদস্যদের টানা হেচড়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা নিউ মার্কেটে এ ঘটনা ঘটে। হা

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিজিবির আটককৃত গরুটি বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন কলাউরা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের পালিত গরু। কলাউরা গ্রামের ডাক্তার হারুনের বাড়ির পাশে সীমান্ত সংলগ্ন হাওরে খুটির সাথে বাঁধা অবস্থায় ঘাস খাওয়ারত ছিল আব্দুর রাজ্জাকের এই গরুটি। দুপুরে হঠ্যাৎ করে বিজিবি সদস্যরা এসে এখান থেকে গরুটিকে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে গরু আটকের বিষয়ে জানতে চাইলে বিজিবি সদস্যরা তাঁর উপরও চড়াও হয়। পরে আটককৃত গরু নিয়ে আসার পথে কলাউরা নিউ মার্কেটে গরু নিয়ে স্থানীয় জনতার সাথে বিজিবি সদস্যদের টানা হেচড়ার ঘটে। ঘটনার এক পর্যায়ে গরু ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিজিবি সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘বিজিবি সদস্যরা চোরাই গরু ভেবে স্থানীয় এক অসহায় বয়োবৃদ্ধ কৃষকের গরু মাঠে ঘাস খাওয়ারত অবস্থা থেকে আটক করে নিয়ে যায়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরু আটকের বিষয়ে জানতে চাইলে বিজিবি সদস্যরা আমার সাথে দুর্ব্যবহার করে। বিজিবির বিওপি কমান্ডার আমাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার হুমকি দেন। গরু নিয়ে আসার সময় কলাউরা নিউ মার্কেটে স্থানীয় জনতার চাপে বিজিবি সদস্যরা গরুটি ছেড়ে দেন। আমি বিষয়টি সিলেট ৪৮ বিজিবি’র সিও-কে অবহিত করেছি।’

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাংলাবাজার ক্যাম্পের বিওপি কমান্ডার আবুল বাশার বলেন, ‘মূলত ইউপি সদস্য নুরুল ইসলাম সীমান্তের স্মাগলিংয়ের সাথে জড়িত। এর আগেও তাঁর তিনটি গরু আটক করা হয়েছে। আজকে আটককৃত গরুটিও সীমান্ত থেকে আটক করা হয়। আটক করার পর ইউপি সদস্য নুরুল ইসলাম আটককৃত গরুটিকে তাঁর নিজের বলে দাবি করেন। সীমান্তে যখনই কোনো গরু আটক হয় তা নুরুল ইসলাম মেম্বার তাঁর নিজের বলে দাবি করে ছুটিয়ে নিতে আসেন। টাকা পয়সার বিনিময়ে তিনি চোরাকারবারিদের সহযোগিতা করেন। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। আজকেও গরু আটকের পরে তিনি গরু ছুটিয়ে নিতে আসেন। এসময় বিজিবি সদস্যরা বাঁধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে গরু ছেড়ে দেওয়া হয়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments