Wednesday, April 2, 2025
Homeশিক্ষাসড়কে অবৈধ যানবাহন বন্ধে গোয়াইনঘাট কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সড়কে অবৈধ যানবাহন বন্ধে গোয়াইনঘাট কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

 

 

 

সড়ক দুর্ঘটনায় রিফাত-সুফিয়ান মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচার ও লাইসেন্স বিহীন অবৈধ যানবাহন বন্ধ করতে হবে”

—দাবি শিক্ষার্থীদের

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে ডিআই-পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে লাইসেন্সবিহীন অবৈধ ঘাতক চালকদের কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রিফাত আহমদ কিবরিয়া ও সুফিয়ান আহমদের সুষ্ঠু বিচার ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোয়াইনঘাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের গোয়াইনঘাট সরকারি কলেজের প্রধান ফটকের সামনে রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজিব উদ্দিন আহমদের সঞ্চালনায় ও সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা রাসেল আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে সড়কে প্রতিনিয়ত  দুর্ঘটনা ঘটছে। প্রশাসন আমরা নিরীহ শিক্ষার্থীদের  নিরাপত্তার কোন দায়-দায়িত্ব নিচ্ছে না।

তারা বলেন, উশৃংখল লাইসেন্স বিহীন অবৈধ যানবাহন ও অদক্ষ ড্রাইভারদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের মেধাবী দুই শিক্ষার্থী রিফাত ও সুফিয়ান কে হত্যাকারী ঘাতকদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরোও বলেন, অবৈধ ভারতীয় চোরাচালান নিয়ন্ত্রণকারীরা রিফাত ও সুফিয়ানের মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী।

 

এ সময় বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম, এনামুল হক মুন্না, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত, আজমল হোসেন ও সারওয়ার মাহমুদসহ অনেকেই।

 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গোয়াইনঘাট সরকারি  কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রিফাত আহমদ কিবরিয়া ও সুফিয়ান আহমদ কলেজের পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের সতি এলাকায় ডিআই-পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments