Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ট্রাফিক সচেতনতা উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ট্রাফিক সপ্তাহ পালিত

শ্রীমঙ্গলে ট্রাফিক সচেতনতা উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ট্রাফিক সপ্তাহ পালিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

‘ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় ট্রাফিক বিভাগ শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল থানা থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ, এস এম জালাল উদ্দীন, সার্জেন্ট জয়ন্ত কুমার দাশ, ঝন্টু বৈদ্য, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন রনি, সহ সভাপতি গোলাম রহমান মামুন, শিক্ষক মো: আবুল কাশেম, মো. মিছির আলীসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ছাত্ররা যানবাহনের চালকদের ট্রাফিক সচেতনতা উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগান ও গাড়ির চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই এস এম জালাল উদ্দীন

বলেন, ‘ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দুর্ঘটনার প্রবণতা কমবে এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’ এসময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উৎসাহ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments