পিন্টু দেবনাথ :
“ঐক্য বদ্ধ হয়ে কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গাড়ি ” প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হীড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আঞ্জুমানারা রুবি এর সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর সিআরপি অসিত পাল।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, হীড বাংলাদেশ এর প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তরা কুষ্ঠ রোগের লক্ষণ ও প্রতিরোধের বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।