শাহ সুমন, বানিয়াচং থেকে ঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে বছরের পর বছর চলে আসছে বিকল্প বিচার ব্যবস্থা।এবারো নন্দীপাড়া সাত মহল্লা চান্দের উদ্যোগে শুরবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন মহল্লার সর্দার ও সেক্রেটারীসহ এলাকাবাসী উপস্থিত হয়ে নন্দীপাড়া সাত মহল্লার সর্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন হাজী মোঃ মোতাব্বীর হোসেন খোকন।
শনিবার (২৫ জানুয়ারী) সকাল এগারোটায় শুরবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান উপদেষ্টা মুফতী আতাউর রহমান ও সভাপতিত্ব করেন শাহ আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ও সাধারণ মানুষের আলাপ আলোচনা করে নন্দীপাড়া সাত মহল্লার ছান সর্দার নির্বাচিত করা হয়। ১।ছান সর্দার হাজী মোঃ মোতাব্বীর হোসেন খোকন, ২।সুয়েম মিয়া, সহকারী ছান সর্দার, ৩।মোঃ ইমদাদুল হোসেন খান, সহকারী ছান সর্দার, ৪।সেক্রেটারী মোঃ শফিউল আলম খান মুছা, ৫।জয়েন্ট সেক্রেটারী, আরিফুজ্জামান খান সোহাগ, ৬।কেশিয়ার হাজী মোঃ ছুফিউর রহমান, ৭।মাঠ সর্দার মোঃ নুমান মিয়া প্রমুখ।