Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগসিলেটসড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, কানাইঘাটে মতবিনিময় সভায় পুলিশ...

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, কানাইঘাটে মতবিনিময় সভায় পুলিশ সুপার

 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন সম্প্রতি সময়ে সিলেটে সড়ক দুর্ঘটনা বেড়েছে, যার কারনে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, যা আমাদের কারো জন্য কাম্য নয়। কানাইঘাটে সড়ক র্দুঘটনায় গত কয়েক দিনে শিশু সহ ৫ জন নিহতের ঘটনা আমাকে মর্মাহত করেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে গাড়ী চালানো যেমন দরকার, তেমন করে আমাদের সবাইকে দুর্ঘটনা এড়াতে সাবধানে চলাফেরা করতে হবে এবং সচেতন হতে হবে।

গতকাল শনিবার সকাল ১১টায় কানাইঘাট থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার হারিছ চৌধুরী অডিটোরিয়ামে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন সহ শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সিলেট-জকিগঞ্জ সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং, রাস্তা দখল করে বালু, পাথর ইত্যাদি মজুদ রাখা এবং বেপরোয়া গাড়ী চালানো ও ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। আমরা যদি সবাই সচেতন হই তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা সহ পরিবহন চালকরা যাতে করে সরকারের পরিবহন আইন মেনে বিধি মোতাবেক যানবাহন চালানোর উপর সচেতনতা মূলক সভা-সমাবেশ শুরু হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শিপুল আমিন চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলার এডিশনাল পুলিশ সুপার ক্রাইম রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ সার্কেলের এডিশনাল পুলিশ সুপার মোঃ শাহ আলম, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাও. কামাল আহমদ, নায়েবে আমীর মাও. ফয়ছল আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও. কাজী মোঃ জালাল উদ্দিন, সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল মন্নান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা জালাল উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মামুনুর রশিদ, দিঘীরপাড় ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রদল নেতা সাইদুল আলম মাছুম, সিলেট এম.সি কলেজের ছাত্রদলের যুগ্ম আহŸায়ক হাফিজ আহমদ সুজন, সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীম সালমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুশাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট সহ অন্যান্য থানা এলাকায় চোরাচালান হচ্ছে। তা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ মূলক কর্মকান্ড দমনে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি চোরাচালানের সাথে জড়িত সহ পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments