Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটরিসোর্ট ভা*ঙচু*র, সিলেটে ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বি*রুদ্ধে মা*মলা

রিসোর্ট ভা*ঙচু*র, সিলেটে ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বি*রুদ্ধে মা*মলা

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রিসোর্ট ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহম্মদ মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে রিজেন্ট পার্ক রিসোর্টে ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে। এতে অভিযুক্তরা হলো—সালেহ আহমদ, আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বক্ত রাহিন, হুসাইন, কবির আহম্মদ ও সুমন মিয়া। এদের মধ্যে সালেহ আহমদ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অন্য অভিযুক্তরাও উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে।

 

আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

গত ১৯ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় সেখান থেকে ১৬ তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে আট তরুণ-তরুণীকে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। এসময় অন্য আট তরুণ-তরুণীকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments