কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কানাইঘাট উপজেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিঠি ঘটন করা হয়েছে। ফাতেমা বেগম (সান্দানী)কে সভাপতি এবং তাহিরা আক্তার মাসুমা কে সাধারণ সম্পাদক ও মৌসুমী বেগমকে সাংঘঠনিক স¤পাদক করে কানাইঘাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিঠিকে সম্প্রতি অনুমোদন দিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহছিন শারমিন তামান্না ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম। কমিঠিতে ১৪ জনকে সহ সভাপতি,৮ জনকে সহ সাধারণ সম্পাদক ও ৫ জনকে সহ সাংঘঠনিক সম্পাদক করা হয়েছে।
সহ সভাপতিরা হলেন সুলতানা বেগম,তাসনিয়া আক্তার,হাবিবা বেগম,মায়ারুন নেছা,মোছাঃ খানম,সাহিদা বেগম,আমিনা বেগম,শায়রা খাতুন বড় ভূইঁয়া,ফাতেহা বেগম,সাফিয়া বেগম,ফাতিমা বেগম,তামান্না বেগম,পারভিন বেগম,মনোয়ারা বেগম,এবং সহ সাধারণ সম্পাদকরা হলেন নাজমিন আক্তার,সুলতানা বেগম,মোছাঃ নাজমিন আক্তার,মোছাঃ মনিরা বেগম,ফারহানা ইসলাম,আমিরুন নেছা,মার্জিয়া বেগম,রাহেনা বেগম, সহ সাংঘঠনিক সম্পাদকরা হলেন সুলতানা বেগম,জোসনা বেগম,সেলী বেগম,মোছাঃ দিলারা বেগম,রসনা বেগম,শিরিন বেগম,সাবিনা বেগম, শাহানারা বেগম।
এদিকে নব-ঘঠিত কানাইঘাট উপজেলা শাখা মহিলা দলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার সাজ উদ্দীন সাজু।