সিলেট প্রতিনিধি,
আনুমানিক ৪ লাখ টাকা বাজারমূল্যের একটি কালো রঙের রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ নাজিম আহমেদ ও শাহিদ আহমদ নামে দুইজন আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টিলাগড় পুলিশ বক্সের টিএসআই মো. রিপন মিয়া এ তথ্য জানান। সিলেটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
মো. রিপন মিয়া বলেন, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেল সিলেট শহরের দিকে আসলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে পুলিশ তাদেরকে আটক করে।
তিনি আরো বলেন, জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের বাসিন্দা মো. কবিরের মাধ্যমে মোটরসাইকেলটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।
সিলেট শহরে তা বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে আটক ব্যক্তিরা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
টিএসআই রিপন মিয়া বলেন, এ ঘটনায় শাহপরান থানায় মামলার পাশাপাশি আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।