রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হবিগঞ্জ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে
শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বদলপুর ইউনিয়নের পাহাড় পুরে বিভিন্ন এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও নগদ পাঁচশত টাকা করে বিতরণ করা হয়। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রতি বছরই গরীব অসহায় দরিদ্র মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি করে থাকে। সনাতনী স্বেচ্ছাসেবী হিসেবে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করেন তপন সরকার, লিটু দাস,চন্দ্রসেন রায়,সাগর সরকার, সন্তোষ সরকার, প্রনব দাস,পরিতোষ সরকার, সুমন সরকার, সবুজ দাস,অন্তর সরকার প্রমুখ।