নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর মিরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে জেনারেটর বিষ্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারীসহ ৭জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ৫জন পাম্পের স্টাফ ছিলেন বলে জানা গেছে।
আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করছে।
বিস্তারিত আসছে…
সিলেট নগরীর মিরাবাজারস্থ দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাম্পটির কর্মচারী ও পথচারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে পাম্পের কম্প্রেসর রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশরা ইলিয়াস শরীফসহ উর্ধতন কর্মকর্তারা ছুটে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একসাথে কাজ করে এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৭ টার দিকে এখানে একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কম্প্রেসরের একটি ভাল্ব একটু আলগা ছিলো, এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।
এদিকে বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৯ জন। তারা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০), ও মুহিন (৪৫)। আহতরা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস ভাল্বের কারণে এ বিস্ফোরণ ঘটেছে। তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন।