Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জআজমিরীগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া পাওয়া যায় না নার্সের সেবা

আজমিরীগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া পাওয়া যায় না নার্সের সেবা

 

 

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

 

সম্প্রতি এমন অভিযোগ  করেন  আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগী এবং তাদের স্বজনরা। গত ২১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার দিকে  আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামের  রিবা আক্তার তার বাচ্চাকে,ঠান্ডা জনিত সমস্যায় আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের  ইমারজেন্সিতে  নিয়ে আসলে,  কর্তব্যরত চিকিৎসক কেনুলা পুশ করতে  নার্সিং স্টেশনে প্রেরন করেন। নার্সিং স্টেশনে দায়িত্বে  থাকা মারজানা আক্তার  জানান কেনুলা পুশ করতে টাকা  লাগবে।

এ কথা শুনে  রিবা আক্তার বলেন সরকারি হাসপাতালে  চিকিৎসা নিতে  টাকা দিতে হবে কেন, এক পর্যায়ে দায়িত্বে থাকা  মারজানা আক্তার তর্কে জরিয়ে পরেন। চিকিৎসা নিতে আসা অন্যান্য  রুগী এবং তাদের স্বজনরা ভির জমায়।

বিষয়টি মোবাইল ফোনে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব অভিজিৎ পালকে  জানালে তিনি বলেন আমি বলে দিচ্ছি কোন টাকা পয়সা  দিবেন না , আর বিষয়টি আমি দেখছি । ভর্তি থাকা অনেক রুগি অভিযোগ করেন,মারজানা আক্তারের কাছে ঔষধ সম্পর্কে জানতে চাইলে তিনি ধমক দিয়ে  বলেন সিটে যান আমি আসবো, বলে  তিনি আসেন না। রুগীরা আরও জানান  ডিউটিতে থাকা নার্স  মারজানা আক্তার মোবাইল ফোনে বেশী সময় কাটান।

নার্স  মারজানা আক্তারের কাছে টাকা চাওয়ার  বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সবখানেই  টাকা  দেয়, আমি  আগে  সিলেটে ছিলাম ওখানেও টাকা দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments