Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে সড়ক দু*র্ঘ*টনায় প্রাণ গেল দুইজন শ্রমিকের

সিলেটে সড়ক দু*র্ঘ*টনায় প্রাণ গেল দুইজন শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেট নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে সিএনজি-অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় থাকতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন দুই শ্রমিক। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments