Wednesday, April 2, 2025
Homeধর্মরাজনগরে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা নিলামে ৫০ হাজার টাকায়...

রাজনগরে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি 

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

দেশে ডালিন চাষ না হলেও মাল্টা ফল চাষ হয়। এই ফলগুলোর দাম দেশের মানুষের হাতের নাগালে। ডালিম ও মাল্টা ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে পাওয়া যায় এই দুটি ফল। তবে কখনো কি শুনেছেন দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফলের দাম ৫০ হাজার টাকা! বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে।

 

বুধবার মধ্যে রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে দান করা দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।

 

স্থানীয়রা জানান, জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ ক্বাসেমী প্রকাশ্যে নিলামে তোলেন। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ফল দুটি কেনেন আরব আমিরাত প্রবাসী মাওলানা শরিফ আক্তার হুসাইন।

 

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণকারী শ্রোতারা বলেন, মাহফিল শেষে দোয়ার আগে ফল গুলো নিলামে তোলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশ গ্রহণ করেছেন সবার উদ্দেশ্য হলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।

 

জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার বার্ষিক মহা সম্মেলন মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা এই ফল গুলো দান করেন। পরে ফল গুলো নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সোলেমান আহমেদ বলেন, এই নিলামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও প্রবাসের অনেকেই অংশগ্রহণ করেন। নিলামের সর্বোচ্চ দাতা ৫০ হাজার টাকা নিয়ে ফল গুলো ক্রয় করে নেন। এই টাকা মাদ্রাসার উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments