Thursday, April 3, 2025
Homeলিড সংবাদময়মনসিংহে ভা*রতীয় চিনি ও জিরাসহ ২ সমন্বয়ক গ্রে*প্তা*র

ময়মনসিংহে ভা*রতীয় চিনি ও জিরাসহ ২ সমন্বয়ক গ্রে*প্তা*র

নিজস্ব প্রতিবেদক,

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে দুই ছাত্র প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ বুধবার বিকেলে পৌরশহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৬)।

 

এ বিষয়ে ফুলপুর উপজেলার ছাত্র প্রতিনিধি লাবীব নাহাদী রাহাত বলেন, ‘দুইজনই ফুলপুরের ছাত্র প্রতিনিধি। তবে তাদের ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠনের না।’

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments