Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া থেকে কতদূরে বাংলাদেশ?

বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া থেকে কতদূরে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক,

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারীরা। যেকোনো ফরম্যাটে ক্যারিবীয় নারীদের প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। সেই জয় আবার এসেছে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছে ৬০ রানের জয়।

 

চলমান সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় জয়টি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিক এই জয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে তালিকার সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে।

 

চলতি বছর সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল জায়গা করে নেবে সরাসরি। বাকি দুদল আসবে বাছাইপর্ব খেলে। ১০ দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে সাত নম্বরে আছে। ছয় নম্বরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে জ্যোতি-নাহিদাদের পয়েন্ট সমান ২১।

 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২৫ জানুয়ারি। সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে কিংবা ম্যাচে যদি কোনো ফলাফল না আসে, তাহলে ছয়ে উঠে আসবে বাংলাদেশ। সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের আর কোনো ম্যাচ নেই। তাই, বাংলাদেশের সামনে সহজ সমীকরণ, জিতলেই সরাসরি বিশ্বকাপে সুযোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments