Thursday, April 3, 2025
Homeবিনোদনমাত্র ১৫০০ টাকার জন্যে কী করেছিলেন ঐশ্বরিয়া ?

মাত্র ১৫০০ টাকার জন্যে কী করেছিলেন ঐশ্বরিয়া ?

 

 

বিনোদন প্রতিবেদক :

ভারতের বলিউড চলচ্চিত্র জগতে যেসব তারকার নাম সমীহের সঙ্গে উচ্চারণ করা হয়, তাদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ক্যারিয়ারের শুরুতে তার অবস্থান এমন ছিল না। ধীরে ধীরে চেষ্টা, পরিশ্রম ও অধ্যাবসায়ের জোরে তিনি বর্তমান অবস্থানে আসতে সক্ষম হয়েছেন। ক্যারিয়ারের শুরুতে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে তাকে এমন কাজ করতে হয়েছে, যা শুনলে অবাক না হয়ে পারা যায় না।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড এর খেতাব জয়ের পরও কঠোর পরিশ্রম করতে হয়েছে ঐশ্বরিয়াকে। মাত্র ১৫০০ রুপির বিনিময়ে একটি জামাকাপড়ের দোকানে মডেলিং করতে হয়েছিল তাকে। তখন তার সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রেও। তারা একসঙ্গে ওই কাজটি করেছিলেন। সেই ছবিগুলো এখনও নেটমাধ্যমে রয়েছে বলে জানা গেছে। কিন্তু সেই ছবি দেখে অনেকেই ঐশ্বরিয়াকে চিনতে পারবেন না।

 

এদিকে, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে রাই সুন্দরীর। কখনও নামের পদবী বাদ দিয়ে আবার কখনও আংটি খুলে সে আগুনে ঢেলেছিলেন ঘি। তবে দিন শেষে সন্তান আরাধ্যা’র স্কুলে একফ্রেমে ধরা দিয়ে জানিয়েছেন ঘর ঠিকঠাকই আছে তাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments