Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জের ডা*কাত সর্দার লাল মিয়া গ্রে*ফতার

হবিগঞ্জের ডা*কাত সর্দার লাল মিয়া গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক,

 

হবিগঞ্জের বাহুবল থেকে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। সোমবার রাত পৌণে ৮টায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

মঙ্গলবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর বিগত সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেশে ডাকাতি বৃদ্ধি পায়। এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments