Monday, March 31, 2025
Homeখেলাধুলাগোয়াইনঘাটে আন্তঃইউনিয়ন ফুটবল খেলার ফাইনাল পন্ড:আহত অনেক

গোয়াইনঘাটে আন্তঃইউনিয়ন ফুটবল খেলার ফাইনাল পন্ড:আহত অনেক

 

 

 

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ চলাকালে  শেষ মুহূর্তে এসে পণ্ড হয়ে গেছে। গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লেঙ্গুড়া ও তোয়াকুল ইউনিয়নের খেলা চলছিলো।

 

উপস্থিত দর্শকদের সাথে কথা বলে জানা গেছে, মধ্য বিরতির আগ মুহূর্ত পর্যন্ত লেঙ্গুড়া ও তোয়াকুল ফুটবল দল ১-১ গোলে সমতায় ছিল। মধ্য বিরতির পর তোয়াকুল ফুটবল দল আরো ১টি গোল করায়, তোয়াকুল ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়। ২য় গোল দেওয়ার পরও খেলোয়াড় আগত দর্শকদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ছিলো।

 

দর্শকরা জানায়, খেলার নির্দিষ্ট সময় শেষ হওয়ার ঠিক ১ মিনিট আগে মাঠের পশ্চিম-উত্তর কর্ণার থেকে কিছু লোক লাঠিসোঁটা দিয়ে তোয়াকুল ইউপির খেলোয়াড়দের তেড়ে আসে এবং অতিথি মঞ্চ পর্যন্ত তারা লাঠি দিয়ে আক্রমণ করে।

 

মঞ্চে আক্রমণ করার সময় অতিথিবৃন্দ কোনমতে প্রাণরক্ষা করে মঞ্চ থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন।

 

এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এই ঘঠনায় তোয়াকুলের ৬জন খেলোয়াড় আহত হয়েছেন বলে জানাগেছে। অপরপক্ষে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আহতের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে ওসমানী মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments