Thursday, April 3, 2025
Homeখেলাধুলাক্রিকেটরুদ্ধশ্বাস ম্যাচে সিলেটকে হারালো ঢাকা ক্যাপিটালস

রুদ্ধশ্বাস ম্যাচে সিলেটকে হারালো ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক,

রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখল দর্শকরা। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৩ রান। হাতে পাঁচ উইকেট। মুস্তাফিজুর রহমান সেটি নিতে দেননি খুলনাকে। তার করা শেষ ওভার থেকে সিলেটের ব্যাটাররা ১৬ রান তুললেও হারিয়েছে দুই উইকেট। বিপিএলে আজ সোমবার (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস।

 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা। জবাবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯০ রানে থামে সিলেট।

 

বড় লক্ষ্য তাড়ায় সিলেটের ওপেনার জর্জি মুনসে তিন রান করে বোল্ড হন মোসাদ্দেক হোসেন সৈকতের বলে। তবে, অন্য ওপেনার রনি তালুকদার খেলেন ৪৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। তিনি বোল্ড হন থিসারা পেরেরার বলে। জাকির হাসান ওয়ানডাউনে নেমে বাড়ান দলের বিপদ। মুস্তাফিজের বলে বিদায় নেন আট রানে।

 

৩২ বলে ৩৬ রান করে পেরেরার বলে ফিরতি ক্যাচ দেন অ্যারন জোন্স। জাকির আলী অনিক চেষ্টা করেছিলেন ১৩ বলে ২৮ রান করে। কিন্তু থেমে যান মুকিদুল ইসলামের শিকার হয়ে। শেষ দিকে সিলেট অধিনায়ক আরিফুল হক ও সামিউল্লাহ শিনওয়ারি দলকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান। শেষ হাসিটা হাসাতে পারেননি অল্পের জন্য। আরিফুল ১৩ বলে ২৯ করেন, শিনওয়ারি তোলেন চার করে ১২ রান।

 

ঢাকার পক্ষে মুস্তাফিজ ও পেরেরা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মোসাদ্দেক ও মুকিদুল।

 

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিম ভালো শুরু এনে দিয়ে বিদায় নেন ১৬ বলে ২২ রান করে। আরিফুল হকের ক্যাচ বানিয়ে তাকে ফেরান টিপু সুলতান। টপঅর্ডারে ঢাকার দুই ব্যাটার জেপি কোটজে ও মোসাদ্দেক হোসেন সৈকত ব্যর্থ হন। কোটজে ৯ ও সৈকত চার রানে বিদায় নেন।

 

এরপর লিটনের সঙ্গে মিলে ছন্দে থাকা সাব্বির রহমান চেষ্টা করেন দলকে কক্ষপথে ফেরাতে। ২১ বলে ২৪ করে টিপুর ডেলিভারিতে বোল্ড হন সাব্বির। একপ্রান্তে অধিনায়ক পেরেরাকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান লিটন। রুয়েল মিয়ার বলে সুমন খানের ক্যাচে পরিণত হওয়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস। যা তিনি সাজান সমান চারটি করে চার ও ছক্কায়। ঝড় তোলেন পেরেরাও। সাজঘরে ফেরার আগে সমান তিনটি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন তিনি।

 

সিলেটের পক্ষে টিপু সুলতান ও সামিউল্লাহ সিনওয়ারি দুটি করে উইকেট পান। একটি করে উইকেট নেন সুমন ও রুয়েল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments